ডাসারে বাস চাঁপায় প্রবাসীসহ দুইজন নিহত ও আহত ৩
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় বাস চাঁপায় আমির বেপারী(৩৫) নামে এক ইটালি প্রবাসী ও শুকুর গাজী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
এসময় আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে।তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (সেপ্টেম্বর-৪) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির উপজেলার বালীগ্রাম এলাকার ধুয়াসার-ধামুসা গ্রামের ইলিয়াশ বেপারীর ছেলে ও শুকুর কর্নপাড়া এলাকার সফি গাজীর ছেলে।
সরেজমিন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , ঢাকা থেকে যাত্রী নিয়ে ঈগল পরিবহন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ভাঙ্গাব্রীজ এলাকায় পৌছলে একটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে করে ইটালি প্রবাসী আমির বেপারী ও ভ্যানচালক শুকুর গাজী ঘটনাস্থলেই মারা যায়। এদিকে আহত হয় তিনজন যাত্রী। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ঘাতক পরিবহটি আটক করেন।
এব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বাস চাপাঁয় ইটালী প্রবাসী ও ভ্যানচালক মারা গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস আটক করেছি। ভ্যান ও বাসটি দুমরে-মুচরে গেছে এবং মহাসড়টিকে সকল যানচলাচল স্বাভাবিক করে দিয়েছি।