ময়মনসিংহে কিংবদন্তি সাহিত্যিক আবুল মনসুর আহমদ এর ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন
ময়মনসিংহের ত্রিশালে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে উপমহাদেশের কিংবদন্তি সাহিত্যিক, রাজনীতিক এবং সাংবাদিক আবুল মনসুর আহমদ এর ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
ত্রিশালের ঐতিহ্যবাহী বিচুতিয়া ব্যাপারী বাড়ি সংলগ্ন নজরুল স্মৃতি সংসদ মিলনায়তনে সঞ্জীবন যুব সংস্থা, ত্রিশাল উলজেলা শাখা এবং আবুল মনসুর আহমদ পাঠাগারের উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সঞ্জীবন যুব সংস্থার সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন "আবুল মনসুর আহমদ জন্মজয়ন্তী উদযাপন কমিটি"র আহবাহক মুহাম্মদ আলমগীর কবীর।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামিলীগ এর প্রবীণ নেতা ফজলে রাব্বী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান বাকি বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর আহমদ এর নাতি রায়হান আনাম।
এছাড়াও, অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সঞ্জীবন যুব সংস্থার ত্রিশাল উলজেলা সভাপতি রুবায়েত হুসাইন রুসাত, সঞ্জীবন যুব সংস্থার ত্রিশাল উপজেলা সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান পুনম, ত্রিশালের বাগান ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদাত জাহাঙ্গীর, আবুল মনসুর আহমদ লাইব্রেরীর উপদেষ্টাগণ।
অনুষ্ঠানের শেষে প্রখ্যাত সাহিত্যিক ইমরান মাহফুজের বই " তারুণ্যের আবুল মনসুর" এর মোড়ক উন্মোচন করা হয়।