South east bank ad

নালিতাবাড়ীর ঐতিহাসিক সুতানাল দীঘিতে মাছ ধরা উৎসব

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহাসিক সুতানাল দীঘিতে টিকিট কেটে বরশি দিয়ে মাছ শিকারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে সুতানাল দীঘিতে টিকিট দিয়ে মাছ শিকার শুরু হয়। আর শিকার চলে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত। তবে আশানুরূপ মাছ দীঘিতে নেই বলে অভিযোগ শিকারীদের।

জানা যায়, প্রায় ২০ একর জমি জুড়ে এই দীঘিতে মাছ শিকারের জন্য ৮০ টি মাচা রাখা হয়েছে। প্রতিটি মাচা ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এবার এখানে পাশ্ববর্তী জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম জেলা হতে মাছ শিকারে এসেছেন সৌখিন মাছ শিকারীরা।

তারা বৃহস্পতিবার রাত থেকে এখানে তাবু টানিয়ে অবস্থান করছেন। কেউ কেউ সেখানেই মাছ রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন করছেন। বাহারি ছিপ আর নানান খাদ্য উপাদান মেশানো মাছের খাবার প্রস্তুত করে সারি ধরে বসে আছে শিকারীরা।

টাঙ্গাইলের ধনবাড়ি হতে আসা সাইফুল ইসলাম তালুকদার বলেন, ১৯৮৫ সাল আমি নালিতাবাড়ীর এ দীঘিতে মাছ শিকারে আসি৷ তবে এবার তাদের মাছগুলো আকারে ছোট। ২’শ থেকে ৬ বা ৭’শ গ্রাম ওজনের মাছ বেশি। বড় মাছের দেখাই মেলেনা৷

পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের ধনবাড়ি হতে আসা মাছ শিকারি শাহ জামাল বলেন, মাছ শিকার করতে ভালো লাগে। তাই শখের বশে যেখানে মাছ শিকারের খবর পাই সেখানেই যাওয়ার চেষ্টা করি। ইতোমধ্যে দেশের প্রায় ৩০ থেকে ৩৫টি পুকুরে মাছ শিকারের অভিজ্ঞতা আছে। তবে এখানে মাছগুলো আকারে ছোট। আধা কেজি থেকে এক কেজির মাছই বেশি ধরা পড়ছে। আমরা নয়জন এসেছি। ১৭ হাজার টাকায় মাচা কিনেছি। নিজেদের খাবার, মাছের খাবার, মাইক্রো ভাড়া সব মিলিয়ে আমার ৪৫ হাজার টাকা খরচ হয়ে গেছে।

ময়মনসিংহ সদরের মাছ শিকারি সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অল্প কিছু মাছ পেয়েছি। দেখা যাক বিকেলের দিকে বেশি মাছ পাওয়া যেতে পারে। মাছের পরিমাণে এবার এ দিঘীতে ছিপ বেশি হয়ে গেছে ।

এদিকে বড় মাছ ধরা পড়ছেনা এমন প্রশ্নের জবাবে দিঘীর সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, মাছ শিকারিদের ছিপে রুই, কাতল, মৃগেল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এছাড়া তিন-চার কেজি ওজনের মাছতো শিকার করছে অনেকেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: