শেরপুরে পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নকলায় পুকুরের পানিতে পড়ে নুসরাত জাহান নূরী নামের আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পাঠাকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। সে নারায়ন খোলার কাজাইকাটা এলাকার নূর আলমের কন্যা।
স্থানীয়সূত্রে জানা যায়, মাতা কাজলী বেগম ও পিতা নূর আলমের কুল জুড়ে আসে নূসরাত জাহান নূরী। তাদের পারিবারিক দ্বন্দে সপ্তাহ খানের আগে সামাজিকভাবে দুজনই ডিভোর্স নিয়ে নেয়। নূরী থাকত তার পিতা নূর আলমের কাছে। ৪/৫দিন আগে পাঠাকাটা এলাকায় পিতার বাড়িতে নূরীকে নিয়ে তার মা কাজলী বেগম। আজ সকাল অনুমান সারে দশটার দিকে সবার অগোচরে বশতবাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় নূরী। স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে নূরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা পানিতে পড়ে ডুবে যাওয়া কন্যাশিশু নূরীর লাশ থানা হেফাজতে নিয়ে আসি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে।