ড্রাইভার সতর্ক থাকলে চোর পালাবে : ওসি মোল্লা জাকির হোসেন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ড্রাইভার (চালক) সতর্ক থাকলে চোর পালাবে, তা না হলে গাড়ীও যাবে জীবনও যাবে। অসময়ে কোন যাত্রী পরিবহণ করবেন না। অপরিচিত যাত্রীদের নিয়ে রিজার্ভ ভাড়ায় যাবেন না। সন্দেহভাজন হলে যাত্রীদের ছবি তুলে রাখেন। প্রয়োজনে থানার ডিউটি অফিসার কে ফোন করে জানিয়ে রাখুন। আপনার সতর্কতাই পারে আপনার জীবন ও পরিবারকে রক্ষা করতে। পুলিশ যত সতর্ক তার চেয়ে অপরাধীরা বেশি সতর্ক। রিজার্ভ ভাড়ায় বেশি কামানোর (টাকা) লোভে কেউ ঝুঁকি নিবেন না। কারণ টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটা মানুষকে মারতে ৩০সেকেন্ড সময় লাগে না। যারা রিজার্ভ নিতে চায়, তাদের জিজ্ঞাসা করুন, আপনার বাড়ী কোথায়, নাম কি, কোথায় যাবেন, ফোন নম্বর দিন, আসুন ছবি তুলি। দেখবেন সে ১কিলোমিটার গিয়ে নেমে যাবে। কারণ সে বুঝে গেছে আপনি অনেক চালাক, পুলিশ কে তথ্য দিয়ে দিয়েছেন? অতএব বাঁচতে হলে, জানতে হবে এবং কৌশলী হতে হবে। আপনার জীবন চলে গেলে আমরা পুলিশের পক্ষ থেকে একটা মামলা নিবো, আসামী ধরবো। কিন্তু পরিবারের কাছে আপনার জীবন ফিরিয়ে দিতে পারবো না। যারা মত বিনিময়ে এসেছেন তারা অপর চালককে এসব পরামর্শ দিবেন, সবাই মিলে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে চাই।
ইজিবাইক, অটোরিক্সা এবং সিএনজি ছিনতাই প্রতিরোধে শুক্রবার ফুলবাড়িয়া থানা আয়োজিত হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন এসব কথা বলেন। থানার এসআই রুবেল খান এর সঞ্চালনায় এসআই জ্যোতিষ চন্দ্র দেব, সাংবাদিক মো. নুরুল ইসলাম খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শ্রমিক নেতা মনির উদ্দিন, ফারুক হোসেন, মাজম মন্ডল প্রমুখ।