কলমাকান্দায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
আব্দুর রহমান, (নেত্রকোণা)
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মোঃ সায়েম নামক আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তেলিগাঁও গ্রামের সাঈদ মিয়ার ছোট ছেলে বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ীর উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর মা ছেলে সায়েমকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে শিশুটির বড় ভাই নাঈম (১০) বাড়ীর পাশ্ববর্তী পুকুরের পানিতে শিশু সায়েমকে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফরোজা আক্তার সাবা শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।