গাঁজাসহ আ.লীগনেতার ছেলে ও তার সহযোগী গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজারস্থ হাজী সুপার মার্কেট সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় বিশ্বা গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং বিশ^া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী রাশেদুল ইসলাম রুবেল (৩০) ও তার সহযোগী একই ইউনিয়নের গোমরতা গ্রামের নিরঞ্জন সিংয়ের ছেলে নয়ন চন্দ্র সিং (৩৫)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রেতা ও সেবনকারী। তারা মির্জাপুর বাজার এলাকায় রকমারি মাদকদ্রব্য বিক্রি করছে, গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদকদ্রব্য অন্যত্র সরিয়ে ফেললেও তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এসময় মাদক বিক্রেতা রাশেদুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম ও নয়ন শিংয়ের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।