শিরোনাম

South east bank ad

বানিয়াচংয়ে ১৪ আসামি গ্রেফতার

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং মোটরসাইকেল চোরসহ ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে । আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে এসআই শামছুল ইসলাম ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিন এর সমন্বয়ে গঠিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী

জয়নাল মিয়া (২৮), নুরুল আমিন (৩০), আঃ মতিন (৪৪), জীবন রবিদাস, মাখন রবিদাস, নরেশ রবিদাস, মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, মোঃ সুন্নর আলী, মোঃ তাহের মিয়া (৪০), বেনু দাশ, মোটরসাইকেল চুরি মামলার পলাতক আসামী মোঃ আব্দুর রউফ (৪৫) এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী মোঃ টিপু মিয়া ওরফে তাজুল ইসলাম (২২), মোঃ তমিজ আলী (১৯), মোঃ আমির আলী (১৯) ও মোঃ নোয়াব আলী (৪৬)।

এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান জানান, চুরি-ডাকাতি, মাদক জুয়া, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধ রোধকল্পে এ ধরণের অভিযান অব্যাহত আছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: