শিরোনাম

South east bank ad

জনগনের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে - ডিআইজি আক্তারুজ্জামান

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের জনগনের সাথে আরো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। পায়ে হেঁটে প্রান্তিক জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। তাহলে বিপদে পড়লে তারা পুলিশের কাছে আসবে, স্মরণ করবে এবং যে কোন সংবাদ দ্রুত পৌঁছে দিবে।
বুধবার সকালে ভোলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সদস্যদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের আরো বেশি আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগী হতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে হলে আমাদেরকে ডিজিটালাইজড এর কোন বিকল্প নেই। আমরা এক বৈশ্বিক মহামারির ভিতর দিয়ে দিন অতিবাহিত করছি। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এবং পুলিশ পরিবারের সকল সদস্যকে করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।

এসময় তিনি পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন তিনি।

সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম) মো. ছোয়াইব, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আব্বাস উদ্দিন, বরিশাল রেঞ্জ অফিসের সহকারি পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, ভোলা সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) কপিল গাইনসহ ভোলা সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, আর আই পুলিশ লাইন্স ও জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা প্রমূখ।

একই দিনে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান জেলা পুলিশের বিভিন্ন দপ্তর ও থানা পরিদর্শনসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: