South east bank ad

শ্রীবরদী থানা বার্ষিক পরিদর্শন ও নবনির্মিত কামিনী চত্বরের শুভ উদ্বোধন করেন শেরপুর পুলিশ সুপার

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বুধবার (০১ সেপ্টেম্বর ২০২১ খ্রি.) শেরপুর জেলার শ্রীবরদী থানা বার্ষিক পরিদর্শন এবং শ্রীবরদী থানা চত্বরে নবনির্মিত কামিনী চত্বরের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।

শ্রীবরদী থানা পৌঁছলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার বিশ্বাস। পরিদর্শনের শুরুতেই শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে থানা পুলিশের চৌকস একটি দল পুলিশ সুপারকে সালামি প্রদান করেন এবং সালামি প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে শ্রীবরদী থানা চত্বরে নবনির্মিত কামিনী চত্বরের শুভ উদ্বোধন করেন এবং থানায় কর্মরত অফিসার ফোর্সদের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ করে সমস্যা সমাধানের নিমিত্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন করেন। তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। পরিশেষে থানা চত্বরের সৌন্দর্য বৃদ্ধি করণে ওসি বিপ্লব কুমার বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল হাশিম, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ শ্রীবরদী থানায় কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: