শিরোনাম

South east bank ad

ঈশ্বরদীতে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইকে রোড়ের জয়নগর শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় এলাকার জহুরুল ইসলামের ছেলে জয় (২১) ও লালন মিয়ার ছেলে ইব্রাহীম (২২)। অপরজনের (২৪) পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলটির সঙ্গে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে নিযুক্ত অর্গান কোম্পানির একটি হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহত ওই তিন যুবককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: