আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ডিসি
মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর) :
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- গৃহহীনদের জন্য নির্মিত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দুর্গম চর চরজালালপুরে নির্মিতব্য এ প্রকল্পের কাজ পরিদর্শন আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকতা মো. আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সুজন দাশগুপ্ত, আলাওল ইউপি চেয়ারম্যান ওসমান বেপারী সহ স্থানীয় অধিবাসী ও উপকারভোগীরা।
এসময় জেলা প্রশাসনসূত্রে জানান, দুর্গম এ চর এলাকাটির ঘাট হতে প্রকল্প পর্যন্ত ইটবিছানো সংযোগ পথ নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি ঘিরে চারিদিকে পাকা পথ নির্মাণাধীন। ডিপটিউবয়েলের কল্যাণে সুপেয় পানির ব্যবস্থা এবং পল্লীবিদ্যুৎ এর সংযোগ ও সোলার প্যানেলের আশীর্বাদে নির্মাণাধীন ৫৮টি ঘরের ভবিষ্যৎ উপকারভোগীরা উন্নত জীবন যাপনের নিশ্চয়তা পাবেন এখানে। প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীনদের যে আধাপাকা ঘরটি উপহার দেয়া হলো, এ আধাপাকা ঘরটি এ জায়গার মানুষের জীবণের স্বাদ ও জীবনের মানে নিশ্চিতভাবে এক নতুন মাত্রা যোগ করবে।