শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ভোলায় মানববন্ধন
ইকরামুল আলম, (ভোলা) :
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলা শহরের সদর রোড কে-জাহান মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সহসভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক সহসভাপতি মাওলানা তাজউদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ আদনান, ভোলা-২ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান, ইসলামী যুব আন্দোলনের ভোলা জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রব, দৌলতখান উপজেলার সভাপতি মাওলানা ইউছুফ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার পারভেজ রানা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলার সহসভাপতি মো. কামরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, করোনাকালিন সময়ে দেশের সকল কিছু স্বাভাবিক হলেও কেবল মাত্র শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার দোহাই দিয়ে সরকার দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এতে করে শিক্ষার্থীরা মাদক, জুয়াসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। দেশের শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মুখে। তাই অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, করোনা মহামারী আসার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষাখাত নিয়ে সরকারের কোনো মাথাব্যাথাই নেই। অথচ দীর্ঘদিন লেখাপড়া বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা নানামুখী চিন্তার মুখে পড়ে হতাশায় ভুগছেন। তাই স্কুল কলেজ না খুললেও দেশের মাদ্রাসাগুলো খুলে দেয়ার দাবি জানান তারা।