জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মেডিক্যাল সরঞ্জামাদি উপহার
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদী উপহার দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ নামে একটি আন্তজাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা।
বুধবার (০১ সেপ্টেম্ব) বেলা ১২টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মিলনায়তনে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভার্চুয়ালী বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী, হাসপাতালের তত্তাবধায়ক ডা: রাশেদ মোবারক জুয়েল, ডাঃ মোঃ নুর আসাদুজামান, ডাঃ শাহিন রেজা, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির প্রোজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ার প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, হেলথ অফিসার মিঃ প্রহল্লাদ বসাক, অ্যাডমিন অফিসার আসমান আলী, ইন্টার্ন (প্রোগ্রাম অ্যাফেয়ার্স) মনির হোসেন; রফিকুল ইসলাম, অফিস অ্যাসিস্ট্যান্টসহ সিডিপির অন্যাান্য স্টাফ এবং সেচ্ছাসেবক।
এসব উপহার সাগ্রীর মধ্যে ছিল ৩ হাজার পিচ সার্জিক্যাল মাস্ক, ৮শ পিচ কেএন-৯৫ মাস্ক, ১৮পিচ পালস অক্সিমিটার, ১০ পিচ থার্মাল স্কানার, ৫০ পিচ প্লাস্টিক চেয়ার, ৭পিচ সেমি আইসিইউ বেড, ১৩ পিস পানির ফিল্টার ও ৫ লিটার হ্যান্ড সানিটাইজার।
সংগঠনের কর্মকর্তারা জানান, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি জিন্দারপুর ইউনিয়নে শিশু উন্নয়ন, নারী উন্নয়ন ও যুব উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই সাথে শিশুর অধিকার, নারী ক্ষমতায়ন, শিশু ও নারীদের চিকিৎসা সেবাও প্রদান করে আসছে।