শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে পানির স্রোতে ভেঙে পড়ল কালভার্ট

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে করে প্রায় ১০টি এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ বুধবার(১ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে এলজিইডির অধিনে নির্মিত হয় ওই কালভার্ট। কালভার্টটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিতে থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করেন। আজ বুধবার পানির প্রবল স্রোতে কালভার্টটি ভেঙে পড়ে। ফলে প্রায় ১০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এসব এলাকার মানুষ পড়েছেন চরম দূর্ভোগে।

কর্মকারপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি ভেঙে পড়ায় ১০-১৫টি গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দূভোগে পড়েছেন মানুষ। বাধ্য হয়ে মানুষ নৌকায় পারাপার হচ্ছেন।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, কালভার্টটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। কালভার্টটি ঝুঁকিতে থাকায় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। আজ বিকালে কালভার্টটি ভেঙে পড়েছে। কালভার্টটি ভেঙে পড়ায় স্থানীয়রা চরম সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে বাসাইল উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। কালভার্টের পরিবর্তে সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে। আজ পরিত্যক্ত ওই কালভার্টটি ভেঙে পড়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: