শিরোনাম

South east bank ad

লালমোহনের চোরাই মোটরসাইকেল চরফ্যাশন থেকে উদ্ধার, গ্রেফতার-৩

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহেদী হাসান শরীফ, (নিজস্বপ্রতিনিধি) :

লালমোহনে মটোর সাইকেল চুরির দায়ে ৩ জনকে গ্রেপতার করেছে পুলিশ। সূত্র মতে লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে একটি অ্যাপাচি (আরটিআর) মোটর সাইকেল চুরি হয়।

এই ঘটনায় লালমোহন থানার মামলা নং ২২(৮)২১ ধারা ৪৫৭/৩৮০ পিসি রুজু হইলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্সসহ
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধিগ্ধ আসামি মোঃ রাকিব (২০), পিতা নুর ইসলাম, সাং লালমোহন পৌর ১নং ওয়ার্ড এবং ফরহাদ (১৯) পিতা মৃত ইমতাজ সাং নতুন বাজার, ৭নং ওয়ার্ড, সর্ব থানা লালমোহন জেলা ভোলাদ্বয়কে গ্রেপ্তারপূর্বক জিজ্ঞাসা করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চরফ্যাশন থানা এলাকা থেকে সন্ধিগ্ধ আসামি অহিদুল ইসলাম জিকু (৩০) পিতা-মৃত আব্দুল শহীদ সরদার, সাং আলিগাঁও, ২নং ওয়ার্ড, থানা চরফ্যাশন, জেলা-ভোলা কে গ্রেপ্তার করা হয়।

অহিদুলের তথ্যের ভিত্তিতে তাহার হেফাজত হইতে চোরাই কৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। বুধবার বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী আসামীদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। বিষয়টি লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাকসুদ মুরাদ নিশ্চিত করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: