বগুড়ায় করোনায় ও উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৪
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ৩ জন আর উপসর্গে ৫ মৃত্যু হয়েছে।
করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বগুড়ার ২ জন। তারা হলেন- শিবগঞ্জের হামিদা বেওয়া (৭০) এবং সদরের জহুরা বেগম (৭২)। এছাড়া বাকি একজন অন্য জেলার।
বুধবার (১ সেপ্টেম্বর) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ৩১ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং এন্টিজেন পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে ৫জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট ২৮৩টি নমুনার ফলাফল ২৪ জনের শনাক্ত এসেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১ হাজার ১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২১১ জন। মৃত্যু ৬৭৪ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৪৩ জন। এখন ১৬১ জন চিকিৎসাধীন রয়েছেন। মোঃ আলী হাসপাতালে ৫৪, শজিমেকে আছেন ৬৯ জন, টি এমএসএস হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন চিকিৎসাধীন আছেন।