রাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে বাড়ি ফাঁকা পেয়ে নবম শ্রেণির এক স্কুছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকাশ হোসেন নামে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে বুধবার (০১ সেপ্টেম্বর) ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদি হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত আকাশের বাড়ি মহানগরীর দড়িখড়বোনা এলাকায়। তিনি জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই যুবক। আর ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে মহানগীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, অভিযুক্ত আকাশ ওই স্কুলছাত্রীর পরিচিত ছিল। মঙ্গলবার সকালে বাবা-মা বাহিরে থাকায় বাড়িতে একাই ছিল ওই স্কুলছাত্রী। এসময় বাড়ি ফাঁকা পেয়ে আকাশ ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীর মা বাড়িতে এসে অসুস্থ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। এ সময় আকাশ নামে যুবক তাকে ধর্ষণ করেছে বলে বিষয়টি ওই স্কুলছাত্রী তার মাকে জানায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে শিগগিরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।