শিরোনাম

South east bank ad

রাজশাহীতে এক মাসে ৩৫ নারী-শিশু নির্যাতন

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীতে গত আগস্ট মাসে ৩৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতিদের মধ্যে- ৩টি হত্যা, হত্যার চেষ্টা ২, আত্মহত্যা ১, ধর্ষণ-যৌন নির্যাতন ও পর্নোগ্রাফী ১৬, নির্যাতন ৬ জনসহ ৭ জন নিখোঁজ ও অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

বুধবার (০১ আগস্ট) সংগঠনটি থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়- গেল আগস্ট মাসে রাজশাহীতে ১ জন শিশু ও ২ জন নারী হত্যার ঘটনা ঘটেছে। ২ জন নারী হত্যা চেষ্টা, ১ জন নারীর আত্মহত্যা, ৬ জন শিশু ধর্ষণ, ১ জন শিশু ধর্ষণ চেষ্টা, ৩ জন নারী ও ৪ জন শিশু যৌন নির্যাতন, ২ জন শিশু ও ১ জন নারী অপহরণ, ৩ জন শিশু ও ১ জন নারী নিখোঁজ, ১ জন শিশু ও ৫ জন নারী নির্যাতন ও ২ জন নারী পর্ণোগ্রাফীর শিকার হয়েছেন।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক যা কখনও সামান্য কমলেও আবার ধর্ষণের ক্ষেত্রে উর্ধ্বমুখী। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: