কাচাঁপাকা ৫ লক্ষ টাকার বাশঁ লুটের ঘটনায় আদালতে মামলা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নিলাক্ষীয়া ইউনিয়নের জানকিমোড় নতুন বাশঁকান্দা গ্রামে একদল সন্ত্রাসী গুরুস্থানসহ চার পুরুষের জমি দখল করেছে। জমিতে প্রায় ৫ লক্ষ টাকার বাশঁ কেটে ট্রাক ভর্তি লুট করে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী দল । এ ব্যাপারে মোঃ আজাহার আলী (লালু) কে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে জমির মালিক রিকসা চালক বাদি হয়ে জজ কোর্টে একটি মামলা দায়ের করেছে।
মামলা বিবারনে জানা যায় , বাদী মোঃ নুর ইসলামের কোন লোকজন না থাকায় আসামী মোঃ আজাহার ও মোঃ নজরুল ইসলাম একদল সন্ত্রাসী নিয়ে জোর পূর্বক দখল করে ও জমির ভিতরে কাঁচাপাকা গাছ বাশঁ ছাড়াও অন্যন্যা গাছ কেটে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনীরা। বাদী মোঃ নুর ইসলামকে মারার জন্য বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে।
অসহায় রিক্সা চালক নুর ইসলাম জানায়, এই জমি আমার দাদা সিএস মূলে ৯০ বছর যাবত পুত্রিক সম্পত্তি হিসাবে ভোগ দখল করে আসছে। আমার বাবা মুনছুর বিআরএস আরোও আর প্রায় ৮৫ বছর যাবত ভোগ দখল হিসাবে রয়েছেন। আমি অসহায় রিক্সা চালক নুরুল ইসলাম জমি খারিজ করে প্রায় ৩০ বছর ভোগ দখল করে আছি। এই জমিতে আমার চার পুরুষের কবর রয়েছে। এই ভাবে দলবল নিয়ে এসে আমার চার পুরুষের গোরুস্থান ও ৫ লক্ষ টাকার বাশঁ কেটে ট্রাক ভর্তি করে নিয়ে যায় আসামী আজাহার আলী লালু ও নজরুল ইসলাম। আমার কোন লোক না থাকায়, আমি একজন রিক্সা চালক গরীব মানুষ । আমি মাননীয় জজ সাহেবের কাছে ন্যায় বিচার চাই।