শিরোনাম

South east bank ad

পাবনায় পদ্মা-যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনায় পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে পদ্মা-যমুনা নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের জমিতে পানি প্রবেশ করেছে।

পাবনা হাইড্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো বন্যা নিয়ন্ত্রন বাঁধের এপারে পানি প্রবেশ করেনি।

বুধবার পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোঃ মোশারফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার দশমিক ৬৫ সেন্টিমিটার নীচ দিয়ে, যমুনার মথুরাপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হবোভ। এছাড়া বড়াল নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী, কাজিরহাট নদী তীরবর্তী অঞ্চলের ফসলি জমি এবং কিছু বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় পাবনা সদর, ঈশ্বরদী, চাটমোহর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল বন্যার পানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: