আগামীকাল চালু হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ‘পুলিশ নিউজ’
আগামীকাল বুধবার থেকে চালু হতে যাচ্ছে ‘পুলিশ নিউজ’ নামে নতুন এই নিউজ পোর্টাল। এতে অপরাধ দমনে পুলিশের তৎপরতার খবরসহ পুলিশের বক্তব্য এবং বিবৃতি পাওয়া যাবে।
পুলিশকে জনগণের ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গত বছরের ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব গ্রহণ করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
৩৭তম আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ পুলিশের ‘চেঞ্জ মেকার’। তারই ধারাবাহিকতায় আগামীকাল তিনি উদ্বোধন করতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল ‘পুলিশ নিউজ’।
বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ছাড়াও পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে দেয়া বিভিন্ন বক্তব্যের ভিডিও এই পোর্টালে দেয়া হবে। ফলে পুলিশের কোনো বক্তব্য নিয়ে এখন থেকে আর সন্দেহ থাকবে না।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য জানান।
তিনি জানান, এই পোর্টাল প্রতি মুহূর্তে হালনাগাদ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্রেকিং নিউজও পাওয়া যাবে।
তিনি বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল ‘পুলিশ নিউজের’ উদ্বোধন করবেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।