উন্নয়ন কাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া এসব পরিদর্শন করেন। তিনি উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে নির্মিত রানীগাঁও আশ্রয়ন প্রকল্পের ঘর, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অনলাইন রেকর্ডিং স্টুডিও এবং নির্মিতব্য ভবনের কাজের অগ্রগতি, চাঁনপুর চা শ্রমিক এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া নির্মিত ঘর পরিদর্শন করেন।
এছাড়াও তিনি দেওরগাছ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিলটন চন্দ্র পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী, পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জম্মদার, আওয়ামিলীগ নেতা রুমন ফরাজি স্থানীয় ওয়ার্ড সদস্যসহ আরো অনেকেই।