মাধবপুরে গ্রাম পুলিশের মাঝে ১০৬টি সাইকেল বিতরণ
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। ৩১ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার গোল চত্ত্বরে ১১ টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে সরকারিভাবে ১০৬টি বাইসাইকেল বিতরণ করা হয়।
গ্রাম পুলিশের কাজের সুবিধার জন্য ও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য বাইসাইকেল বিতরণ করা হয়।মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ উদ্বোধন করেন।তিনি বলেন সরকারিভাবে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।প্রথমদিনে কিছু সংখ্যক বিতরণ করা হয়েছে ক্রমান্বয়ে সবাইকে বিতরণ করা হবে।