কাহালুতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার কাহালু উপজেলার আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আবদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার লোকনাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুর রহমান উপজেলার নলঘরিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
উপজেলার দুর্গাপুর ইউপির চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের জানান, বেলা ১১টার দিকে রেল-লাইনের ধারে গরুকে খাস খাওয়ানোর সময় লালমনিহাট থেকে সান্তাহারগামী ২০/ডাউন আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আহত হন আবদুর রহমান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কাহালু থানার ওসি আমবার হোসেন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।