মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১) আগষ্ট সকালে সরকারি মুকসুদপুর কলেজে এই চিকিৎসা কার্যক্রমের উদ্ধোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: সাইফুদ্দীন আহম্মেদ।
গোপালগঞ্জ সোশল ওয়েল ফেয়ার এসোসিয়েশন মুকসুদপুরের যুগ্ম আহবায়ক সরদার মজিবুর রহমানের সভাপেিতত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যাপক ড. কবির আহমেদ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। চিকিৎসা ক্যাম্পে ৬ জন চক্ষু ডাক্তার সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা দেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ হাসপাতালের সমন্বয়ক দীপক সরকার।
গোপালগঞ্জ সোশল ওয়েল ফেয়ার এসোসিয়েশন মুকসুদপুরের সদস্য সচিব শাহীদুজ্জামান পলাশ জানান, গোপালগঞ্জ শেখ ফজিলতুন্নেছা মুজিব চুক্ষু হাসপাতালের সেবায় এই ক্যাম্পে ২শ ৪২ জন চক্ষুরোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ দেয়া হয়েছে। এর মধ্যে ১৭জনকে ছোখের ছানী অপারেশনের জন্য হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে।