বগুড়ায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার যে ১ জন মারা গেছেন তিনি হলেন- শিবগঞ্জের শহিদুল ইসলাম (৪৫)। এছাড়া জেলার বাইরের এক ব্যক্তি তার নাম নিজ জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় ডা. সাজ্জাদ-উল-হক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
জেলায় ১৯৭টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। শনাক্তের হার হার ১০ দশমিক ৬ শতাংশ। গত তিন দিন ধরে সংক্রমণ ছিল এক অংকের ঘরে। অর্থাৎ ৮ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের ২১ জনের মধ্যে সদরে ১৭ শেরপুরে ২জন শিবগঞ্জে ১জন,সারিয়াকন্দি উপজেলায় ১জন শনাক্ত হয়েছেন।
বগুড়া জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ২০ জন। মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ১২৮ জন। এখন ১৬১ জন চিকিৎসাধীন রয়েছেন। মোঃ আলী হাসপাতালে ৫৯ আছেন শজিমেকে আছেন ৭৬জন, টি এমএসএস হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৪ জন চিকিৎসাধীন আছেন।