South east bank ad

দৌলতখানে কুকুরের কামড়ে তিন শিশু আহত

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধি) :

ভোলার দৌলতখানে পৃথকস্থানে একদিনে কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়নগর ও সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফিরোজের মেয়ে মাহিয়া (৪),জসিমের মেয়ে ইমা (৯) ও সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাকসুদের ছেলে সিয়াম (১২)। এদের মধ্যে মাহিয়া ও ইমা গুরুত্বর যখম হওয়ায় তাদের ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান হাসপাতালের চিকিৎসক নুরে ওয়ারা ছালে সিফাত।

খোজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন যাবৎ উপজেলার বিভিন্নস্থানে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এসব কুকুরে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। খাদ্য সংকটে পড়ে বেওয়ারিশ কুকুর গুলো এরকম করছে বলে মনে করেন স্থানীয়রা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: