ফরিদপুর হাসপাতালে কনসেনট্রেট দিলো চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য কনসেনট্রেট প্রদান করল ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আজ সকাল ১১ টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমানের হাতে দুইটি অক্সিজেন সিলিন্ডার মেশিন ও পাঁচ বাক্স মাক্স তুলে দেন ফরিদপুর চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোঃ আব্দুল জলিল, বিএম এর সভাপতি অসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, ফরিদপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন, চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ আলী আকবর, পরিচালক লিয়াকত হোসেন লিটন, পরিচালক আনিসুজ্জামান প্রমূখ
সভায় চেম্বার অফ কমার্সের এ উদ্যোগকে স্বাগত জানান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান। তারা আগামী দিনে ফরিদপুর চেম্বার অফ কমার্স যেকোনো ভালো কাজের সাথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।