শিরোনাম

South east bank ad

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরে মানবাধিকার কর্মী, মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ সকাল সাড়ে ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন তানজিনা আক্তার নয়ন লিখিত বক্তব্যে বলেন, আবু সাঈদের সাথে শারমিন সুলতানা ডেইজি নামে এক মেডিকেল শিক্ষার্থীর প্রেম ছিল। ডেইজির পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এরই জের ধরে গত ১১ জুন সন্ধ্যায় তার ভাই আবু সাঈদকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে আতিক, জাকির, তারিকুলসহ বেশ কয়েকজন আসামি এবং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে পরিবারকে জানানো হয়। ডেইজির পরিবারের সহায়তায় আসামিরা এই হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় আদালতে ৭ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও আসামিরা প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি আবু সাঈদকে হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন আমাদের আইনের নেতৃবৃন্দ ও আবু সাঈদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: