শিরোনাম

South east bank ad

বিদ্যুৎ বিভাগের উদাসিনতায় পৃষ্টহয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোনা জেলার দুর্গাপুরে বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুতায়িত হয়ে মোঃ কিতাব আলী(৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পাইকুড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায় নিহত বৃদ্ধ কিতাব আলী তার গরুর জন্য বাশ পাতা কাটতে বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে যায়। ঝাড়ের মধ্য দিয়ে বৈদ্যুতিক তার ছিলো, বৈদ্যুতিক তারের সাথে বাঁশ লেগে থাকায় বাঁশ পাতা কাটার এক পর্যায়ে বাঁশে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয় কিতাব আলীর। পাশেই একজন এ দৃশ্য দেখে চিৎকার করে আশপাশের লোকজন ছুটে আসে এবং সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বৈদ্যুতিক তারের আশপাশে থাকা লম্বা গাছপালা কেটে না দেওয়ায় গাছের ডাল পালা লম্বা হয়ে তারের সাথে লেগে রয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের উধাসিনতা বা তদারকি না থাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এছাড়াও প্রায় সময় বৃষ্টির সময় বাতাসে বিদ্যুতিক তারের সাথে ডাল-পালা স্পর্শ লাগায় অগ্নিকান্ডেরও সৃষ্টি হয়েথাকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: