শিবগঞ্জে সাড়ে নয় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান নামাপাড়া এলাকার কুরু ফকিরের ছেলে লেবু মিয়া (৩৪), লেবু মিয়ার স্ত্রী সিমা আক্তার ( ২৮) এবং মহাস্থান পাথরপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার গড় মহাস্থান নামাপাড়া এলাকার লেবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে সাড়ে নয় কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গড় মহাস্থান নামা পাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।