শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে টানা বর্ষনে বিপর্যস্ত জনজীবন

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গত সাত আগস্ট থেকে একনাগারে ২৩দিন টানা বৃষ্টি হচ্ছে। ফলে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন । রাতদিন অধিকাংশ সময়ই চলছে বিরামহীন বৃষ্টি। এতে পঞ্চগড়ের আশেপাশের বেশ কিছু নদীর পাড়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গ্রামীণ কাঁচা রাস্তাঘাট কাঁদা পানিতে একাকার, এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসীরা। শ্রমজীবি মানুষ কাজে যেতে না পেরে অর্ধাহারে দিনাতিপাত করছেন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত পঞ্চগড়ে গড়ে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, টানা বর্ষনে নগরীর নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হয় না। ফলে কমে গেছে মানুষের চলাচল। কমেছে রিক্সা ও অটোরিক্সার বহর। বৃষ্টিপাতের ফলে দোকান খুলতে পারেননি জগদল, টুনিরহাট, ব্যারিস্টার বাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাত ব্যবসায়ীরা।

জগদল বাজার এলাকার ফুটপাত ব্যবসায়ী আজগর আলী জানান, কয়েকদিন ধরেই টানা বর্ষন। ফলে দোকান খুলতে পারেননি এখানকার ফুটপাত ব্যবসায়ীরা। মাঝে মধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও ক্রেতা নেই। ফলে বেচাকেনাও নেই। পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করছেন এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ।

জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য বাবুল ইসলাম জানান, টানা বর্ষনে গ্রামের বেশির ভাগ রাস্তার অবস্থা খুবই নাজুক। এইসব রাস্তাঘাটে চলাচল করতে মানুষের খুবই কষ্ট হচ্ছে।

গলেহা এলাকার অটোভ্যান চালক শাহ আলম বলেন, দিন-রাত হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভ্যান নিয়ে গেলেও যাত্রী পাওয়া যায় না। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।

জেলার আটোয়ারী উপজেলার কিসমত রসেয়া গ্রামের কৃষক ইব্রাহীম জানান, আকাশে রোদ না থাকায় আমার পাট পঁচে যাচ্ছে। তাছাড়া গবাদিপশু পশুকে ঠিকমত খাবার দেওয়া যাচ্ছেনা, গরু ছাগল গুলো হাড্ডিসার হয়ে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান , মৌসুমী বায়ুর প্রভাবে পঞ্চগড়সহ দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। ভারি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন তিনি ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: