নিখোঁজের ১৯ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবু কালামের প্রতিবন্ধী ছেলে জাহানুর ইসলাম ডিপজল (২০) গত ২৯ আগস্ট ঐতিহাসিক আছরাঙ্গা দীঘি সংলগ্ন সন্যাসতলী ব্রীজ হতে তুলসীগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে রাজশাহীর ডুবুরী দল।
সোমবার ( ৩০ আগস্ট) ভোরে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপির ঐতিহাসিক আছরাঙ্গা দীঘি সংলগ্ন সন্যাসতলী ব্রীজ হতে তুলসীগঙ্গা নদীতে পড়ে যায় শারীরিক প্রতিবন্ধী এক যুবকে উদ্ধার।
এলাকাবাসীর সূত্রে জনা যায়, ডিপজলের (২০) ও তার ছোট ভাই শহীদ (১৫) দুজন মিলে মাছ ধরতে গিয়ে পাতিল নিয়ে ব্রীজে বসে থাকা ডিপজল নদীতে পড়ে যায়। আমরা দেখতে পেয়ে ক্ষেতলাল উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ফায়ার সার্ভিসের সক্ষমতা না থাকায় উদ্ধার কাজ করতে পারেনি ফায়ার সার্ভিসের দল। ফলে নিখোঁজ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধারে খবর দেওয়া হয় রাজশাহীর ডুবুরী দল কে।
উপজেলা ফায়ার সার্ভিস অফিসের প্রধান সাব কর্মকর্তা ইব্রাহিম জানান, নদীতে নেমে উদ্ধার কাজ চালানোর মতো সক্ষমতা আমাদের নাই। তাই উদ্ধার কাজ চালাতে রাজশাহী ডুবুরী দলকে নিয়ে আসা হয়েছে। ডুবুরি সন্ধ্যা সাড়ে ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত দেড় ঘন্টার চেষ্টায় নিখোঁজ প্রতিবন্ধী যুবকের সন্ধ্যান পাওয়া যায়নি। তবে আজ সোমবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।