ফরিদপুরে ইয়াবাসহ আটক-২
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরের নগরকান্দায় পৃথক ০২ টি স্থান হতে ০২ জন ইয়াবা ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল। আটককৃত ব্যাবসায়ীদ্বয় হলো সদরপুর থানাধীন নিজগ্রামের নয়া চৌধুরীর ছেলে মোঃ ইমরান চৌধুরী(২৯) ও কোতয়ালী থানাধীন বাখুন্ডা গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন(২৯)।
রবিবার (২৯ আগস্ট) বিকালে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বিল গোবিন্দপুর গ্রামে ও এলাকায় ও কোদালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীদ্নয়কে আটক করে।
এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ ইমরান চৌধুরীর নিকট হতে একশত পঁয়ত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মোঃ সাব্বির হোসেনের নিকট হতে দুইশত চৌষট্টি পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন, মাদক বিক্রিত ৯শ টাকা এবং ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় ২ টি পৃথক আইনে মামলা করা হয়েছে বলে জানান।