শিরোনাম

South east bank ad

সন্তান নিয়ে প্রেমিকের সাথে পালাল স্ত্রী আদালতে মামলা দিলেন স্বামী

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, লক্ষ্মীপুর:

চার বছরের সন্তানকে সাথে নিয়ে পরোকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী জান্নাতুল ফেরদাউস। নিজের ছোট্ট শিশুটিকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আকুতি জানিয়েছেন স্বামী রাসেল মাহমুদ রোমান। এ ঘটনায় রবিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট (সদর) আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। বিচারক রায়হান চৌধুরী মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)কে তদন্তের নির্দেশ দেন।

শিশুটির নাম তাসফিয়া সুলতানা রাফা (৪)। সে রাসেল মাহমুদ রোমান ও স্ত্রী জান্নাতুল ফেরদাউস এর সংসারের একমাত্র সন্তান।

মামলায় বাদির স্ত্রী জান্নাতুল ফেরদাউসসহ সদর উপজেলার হেতিমপুর গ্রামের মৃত তাহেরের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও আবুল কাশেমের ছেলে কাওছার আহাম্মেদ(২৩) কে আসামী করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, রাসেল মাহমুদ রোমান এর স্ত্রী জান্নাতুল ফেরদাউস তার পাশ্ববর্তী সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। তার স্বামী রাসেল রাজধানী ঢাকা শহরে ব্যবসা করেন। এ সুবাদে সাইফুল ও জান্নাতুল অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। হাতেনাতে ও তারা আটক হয়। একপর্যায়ে চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখে দুইজনে পালিয়ে বিয়ে করে। তবুও রাসেল তার শিশু-কন্যা রাফার ভবিষ্যৎ কথা চিন্তা করে। সাইফুলের কাছ থেকে সালিশি-বৈঠকের মাধ্যমে তার স্ত্রী জান্নাতুলকে ঘরে তুলে সংসার জীবন শুরু করে। ফের জুন মাসের ১৪ তারিখ তারা শিশু রাফাকে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুর বাবা রাফার সন্ধান চেয়ে লক্ষ্মীপুর সদর (মডেল) থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। দেড়-মাসের মধ্যেই শিশু রাফার খোঁজ-খবর না পেয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদি রাসেল মাহমুদ বলেন, ভালোবেসে জান্নাতুল ফেরদাউসকে বিয়ে করেন। দাম্পত্য-জীবনে তারা সুখী ছিলো। তাদের সংসার জুড়ে আছে শিশু রাফা। মামলার ১ম আসামী সাইফুল ইসলাম তার ছোট বেলার বন্ধু। সম্পর্কে তারা দূরসম্পর্কে চাচা-ভাতিজা হয়। সাইফুল ও জান্নাতুলকে সার্বিকভাবে পালিয়ে যাওয়ার জন্য সহযোগীতা করে এ মামলার দুই নম্বর আসামী কাওছার।
রাসেল আরো বলেন, রাফাকে ছাড়া তার বাবা বাঁচবে না। দেড় মাস হয়ে গেছে এখনও শিশু রাফার কোনো-খবর নেই। সন্তান রাফাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

এ ব্যাপারে বাদি পক্ষের আইনজীবী লুৎফুর রহমান গাজী বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট (সদর) কোর্টের বিচারক রায়হান চৌধুরী মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে তদন্ত দেয়। আমারা চাই শিশুটি উদ্ধার হোক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: