রামগঞ্জে মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়। পোনামাছ অবমুক্ত শেষে উপজেলা মৎস্য ভবন হল রুমে মৎস্য চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদ মোস্তাফা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও সাংবাদিক মো: আবু তাহের প্রমুখ।