মৎস্য সপ্তাহে গফরগাঁওয়ে পোনা মাছ অবমুক্তকরণ
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২১-২২ইং অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশি প্রজাতির রুই, কাতলা ও মৃগেল পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার (২৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উদ্বোধন করেন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি) মোঃ জহিরুল ইসলাম, সমবায় অফিসার মীর মোঃ কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।