যুবকদের মৎস্য চাষে আগ্রহী ও উদ্বুদ্ধ করতে হবে : আমির হোসেন আমু
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, সমাজ পরিবর্তন এবং দেশ উন্নয়নের জন্য যুবকরাই পারে অগ্রণী ভূমিকা নিতে। যুবকদের মৎস্য চাষে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে আগ্রহী ও উদ্বুদ্ধ করতে হবে। গ্রামভিত্তিক উন্নয়নে যুবকদের হাতিয়ার তৈরী করতে হবে। রবিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যুবকরা নিজেদের বাসা বাড়িতে গরু-ছাগল ও হাঁস মুরগির খামার তৈরি করে এবং নিজস্ব গ্রামের পুকুরে দেশী মাছের অভয়ারণ্য সৃষ্টি করে বেকার সমস্যা দূর করে স্বাবলম্বী হতে পারে। হাইব্রিডের চেয়ে দেশী মাছ, গোশত উৎপাদনকারী প্রাণি, শাক-সবজি শারীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান খান, ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্যজীবী মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম। এসময় ৪ উপজেলায় মৎস্য চাষে সফল ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেয়া হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মৎস্য পোনা অবমুক্ত করেন।