নেত্রকোণায় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্ত করণ
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশি প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শাহজাহান কবীরের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, মৎস্য দপ্তরের সহকারী পরিচালক নিবেদিতা দে, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যাবস্থাপক রেজাউল করিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে পোনা মাছ অবমুক্তকরন ও মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তাবিত কর্মসূচির মধ্যে মাইকিং, ব্যানার, ফেস্টুন, ডিজিটাল ডিসপ্লে এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।