South east bank ad

কাশিয়ানীতে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রসীদ কুমার দাস, (কাশিয়ানী) :

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউপি চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদরের ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, মহেশপুর ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, মাহামুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মুকিম , রাতইল ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ পিনু, রাজপাট ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ, সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, সহ-সভাপতি এমএ জামানসহ বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: