নরসিংদীতে ৬০০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
আজ ৬০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা। এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই নজরুল ইসলামসহ সংগীয় ফোর্সের সমন্বয়ে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর কান্দাপাড়ার মোড় আড়িয়াল খাঁ ব্রীজ সংলগ্ন বাদুয়ারচর হতে হাসনাবাদ গামী পাকা রাস্তার উপর হতে রোজিনা বেগম (৩৪), স্বামীঃ আবুল মঞ্জুর সাং-লেদা থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার; মোঃ গাজী (২৮) পিতা-মিজান মিয়া; জায়েদা বেগম (৩৮) স্বামী- মিজান মিয়া উভয় সাং- বাদুয়ারচর থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী কে ৬০০০ পিছ ইয়াবা সহ আটক করে।
তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে।