ফরিদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাকির হোসেন, (ফরিদপুর) :
"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই শ্লোগান নিয়ে শনিবার ২৮ আগস্ট শুরু হয়েছে জাতীয় মৎস সপ্তাহ ২০২১।
ফরিদপুর জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৮ আগষ্ট) দুপুর ১২ টায় জেলা মৎস কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, ফরিদপুর খামার ব্যবস্থাপক রবিউল করিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজ পত্রিকা ও দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা, আরটিভি জেলা প্রতিনিধি জাকির হোসেন, এনটিভি জেলা প্রতিনিধি সঞ্জীব কুমার দাস প্রমুখ।
জেলা মৎস অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী।
ফরিদপুরে বর্তমানে চায়না দুয়ারী ব্যপক ব্যবহার হওয়ায় মাছের রেনু ও পোনা নিধন হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন সাংবাদিক। এছাড়া একজন সাংবাদিক অভিযোগ করে বলেন, এসব দুয়ারী আটক করা হলেও পরবর্তীতে তা আবার জেলেদের নিকটই গোপনে বিক্রি করা হয়।
এ বিষয়ে মোঃ মনিরুল ইসলাম বলেন, চায়না দুয়ারী এখন ইয়াবার মত হয়ে গেছে। ইয়াবা যেমন মানুষের জন্য ভয়ংকর, এই চায়না দুয়ারীও মাছের জন্য ভয়ংকর রুপ ধারণ করছে। এর বিরুদ্ধে আমরা অভিযান করছি। কিন্তু আমাদের জনবল কম থাকায় নিয়মিত অভিযান করা সম্ভব হয় না।
সভায় জানানো হয়, ফরিদপুরে ১১ হাজার ৫৫৩ হেক্টর নদীতে মাছের উৎপাদন তিন হাজার সাতশত পঁয়তাল্লিশ মে.টন। ২৯ হাজার ৮ শত ৩১ টি পুকুরে মাছের উৎপাদন একুশ হাজার তিনশত সাতান্ন মে.টন। ৭৯ টি বিল থেকে মাছ উৎপাদন হচ্ছে এক হাজার তিপ্পান্ন মে.টন। ৫টি বাওড় থেকে মাছ পাওয়া যায় প্রায় ৮১৩ মে.টন, ২৯০ টি প্লাবন ভুমি থেকে মাছ পাওয়া যায় ৯ হাজার ৫৩ মে.টন। এছাড়াও ৭৯ টি খাল পাঁচটি হ্যাচারি থেকেও মাছের যোগান পাওয়া যায়।