শিরোনাম

South east bank ad

আনোয়ারায় নদী থেকে মোটরসাইকেল উদ্ধার

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় নদী থেকে পরিত্যক্ত অবস্থায় চট্র-মেট্রো-১৪-৬৯৯৭ নাম্বারের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ আগষ্ট) উপজেলার চাতরী ইউনিয়নের খিলপাড়া গ্রামের পাশের নদীতে আরফাত নামের স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে মোটরসাইকেলটি, পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি ছিনতাই করার পর সামলাতে না পেরে নদীতে ডুবে রেখেছিল অপরাধীরা।

এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান,পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কীভাবে মোটরসাইকেলটি সেখানে আসল তা খতিয়ে দেখে তার প্রকৃত মালিককে খোঁজে বের করার চেষ্টা করেছে বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: