গাজীপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে মামলা
ফয়সাল আহমেদ, (গাজীপুর) :
গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধুকে(২০) গণধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এঘটনায় পুলিশ ওই গৃহবধুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
অভিযুক্তরা হলো, উপজেলার ফরিদপুর গ্রামের তাইজ উদ্দিনের ছেলে শান্ত মিয়া (২১), একই গ্রামের মইজ উদ্দিনের ছেলে রিফাজ (২১) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো: নাইম (১৯)।
গৃহবধুর ভাষ্য মতে, সে স্থানীয় নয়নপুর এলাকার একটি কারখানায় হেলপার পদে চাকুরি করেন। চার বছর পূর্বে এক ছেলের সাথে তার বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি তার সাথে তার স্বামীর পারিবারিক নানা বিষয়ে দ্বন্ধ চলছে। এর জের ধরে সে কারখানায় চাকুরী নিয়ে কোয়ার্টারে বসবাস করে আসছে।
গত শুক্রবার রাতে তাকে তার স্বামী স্থানীয় শিশু শিক্ষা মডেল একাডেমীর সামনে তাকে দেখা করতে বলে। পরে সে রাত ১১টার দিকে কোয়ার্টার থেকে বের হয়ে সেখানে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর অভিযুক্তরা তাকে জোড় করে উক্ত বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।