পাবনায় দিনব্যাপী কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শণী
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
‘শিল্পীর কল্পনায় শোকাবহ আগস্ট, বঙ্গবন্ধু ও পাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও চিত্রকর্মী প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় পাবনা জেলার চারু শিল্পীরা অংশগ্রহণ করেন। আজ শনিবার সকাল ১১টায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে কর্মশালা ও চিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন আয়োজনের পৃষ্ঠপোষক কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আবু রায়হান রুবেল।
এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাজহারুল ইসলাম মানিক সহ অন্যান্য চিত্র শিল্পী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আবু রায়হান রুবেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু অনেকবার পাবনায় এসেছেন। তাই শোকাবহ আগস্ট মাস এবং পাবনার সাথে বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ককে তুলে ধরতে এবং পাবনার শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে এই আয়োজন। বঙ্গবন্ধুকে নিয়ে আঁকতে পেরে চারু শিল্পীরাও উচ্ছসিত।