South east bank ad

বাগেরহাটে উৎপাদিত হচ্ছে দেশের ৩২ ভাগ চিংড়ি

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, বাগেরহাট প্রেসক্লাবের প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, শওকত আলী বাবু, তরফদার রবিউল ইসলাম, মো. ইয়ামিন আলী, আলী আকবর টুটুল বক্তব্য দেন।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বাগেরহাট জেলায় চিংড়ি, মিষ্টি পানির মাছ, সামুদ্রিক মাছ ও কাঁকড়া উৎপাদনের বার্ষিক পরিমান ১ লাখ ২১ হাজার ৬০১ মেট্রিক টন। এজেলায় মাছ উৎপাদনের ৬০ ভাগই আসে গলদা ও বাগদা চিংড়ি খাত থেকে। ৭৪ হাজার ২২৮ দশমিক ৮ হেক্টর আয়তনের খামারগুলো থেকে গতবছর চিংড়ি উৎপাদন হয়েছে ৩৫ হাজার ৯৪২ মেট্রিক টন। যা দেশের বার্ষিক চিংড়ি উৎপাদনের শতকরা ৩২ ভাগ।

তিনি আরো জানান, সুন্দরবনের বাগেরহাট জেলার অংশ থেকে প্রতি বছর ১৯ হাজার ৫২৯ মেট্রিক টন চিংড়ি, সাদা মাছ, সামুদ্রিক মাছ ও কাঁকড়া আহরিত হয়। ঘূর্ণিঝড় ইয়াস, আম্পান, অতিবৃষ্টি ও প্রবল জোয়ারে এবছর বাগেরহাট জেলা মাছ খামারীদের ৫৫ কোটি ২২ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। মাছ উৎপাদনে আরো সক্ষমতা রয়েছে বলে জানিয়ে রাসেল আরো জানান, এজন্য এবছর রাজস্ব খাতে ৫শ চাষী এবং উন্নয়ন খাতে ১৪৯৪ চাষীকে বিভিন্ন ধরনের মাছ ও চিংড়ি চাষের প্রশিক্ষন দেয়া হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে বলেও জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: