মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো "বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি"। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এস,এম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদার, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাব অপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস,এম আজহারুল ইসলাম জানান, ২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ভোলায় নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়সহ মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা, স্থানীয় সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময় সভা, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন।
তিনি আরো জানান, ভোলায় ২০২০-২১ অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছে এক লক্ষ ৭৫ হাজার ৩৯০ মেট্রিকটন। বিগত বছরগুলোতে মৎস্য বিভাগের নানা কর্মসূচির সফলভাবে বাস্তবায়ন হওয়ায় গত পাঁচ বছরে ইলিশের উৎপাদন দ্বিগুন বৃদ্ধি হয়েছে। তাই মৎস্য বিভাগের সকল কার্যক্রমগুলো বাস্তবায়নে জেলে, মৎস্যজিবীসহ সকলের সহযোগীতা পেলে সামনের দিনগুলোতে ভোলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।