শিরোনাম

South east bank ad

চাঁদা জন্য অটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামের এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মরদেহ শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সফিক স্থানীয় মধ্য চর রমনী মোহন গ্রামের মজিদ মোল্লার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় চররমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করে। এরপর ওই সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকে তারা। শুক্রবার বিকেলে অটোরিক্সা চালক সফিক ও মিন্টু নামের এক মোটর সাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যায়। এসময় দু’জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। চাহিদাকৃত টাকা না পেয়ে পরে সন্ধ্যায় সেই অটোরিক্সা চালক ফেরার পথে তারা ক্ষিপ্ত হয়ে আবারো তাকে আটকিয়ে ৫০০ টাকা দাবী করে। তা না দেয়ায় তৌহিদ ও মমিনসহ -৭-৮ জন যুবক তাকে বেধম মারধর করে। পরে বাড়ী ফিরলে সফিক কয়েকবার বমি করে মারা যান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে অটোরিক্সা চালক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবী করেছেন স্ত্রী আসমা বেগম।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অটোরিক্সা চালক সফিক মারা যান। তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: