শিরোনাম

South east bank ad

বরগুনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনায় এক কেজি গাঁজাসহ মোঃ হিরণ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় গাঁজা বিক্রি করার সময় হিরনকে আটক পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) আবিদুর রহমানের নেতৃত্বে এসআই সুশীল, এসআই জালাল, এসআই আলমগীর বরগুনা সদর ও এম বালিয়াতলী ইউনিয়নে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেন। আটক মাদক ব্যবসায়ী হিরনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে মাদক ব্যবসায়ী হিরন গাঁজা বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে হিরণকে আটক করা হয়।

এ সময় তার শরীর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক হিরণের দেয়া তথ্য অনুযায়ী এম বালিয়াতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শসাতলী গ্রামে তার বাড়িতে মুরগির খামারের পাটাতনে শুকাতে দেয়া আরো ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি ।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) আবিদুর রহমান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে দু'টি স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হিরনকে আটক করা হয়। এসআই সুশীল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শনিবার তাকে আদালতে তোলা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: